নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার জেল থেকে বেরচ্ছেন কুন্তল ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই সময় তিনি ছিলেন তৃণমূলের যুব নেতা। পরে দল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। কলকাতা হাইকোর্টে ইডি-র মামলা থেকে আগেই জামিন পেয়েছেন তিনি। আর এবার শীর্ষ আদালতে সিবিআই-এর মামলাতেও জামিন পেলেন কুন্তল।
অবশ্য কুন্তলকে জামিন দিলেও কিছু আদালত কিছু শর্ত আরোপ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযাী, এই মামলাটি বিচারাধীন থাকার সময় কোনও সরকারি পদে থাকতে পারবেন না কুন্তল। এদিকে ট্রায়াল কোর্টের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে কুন্তলকে। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মিডিয়ার সাথে কথা বলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কুন্তলকে।