নিউজ ডেস্ক: নভেম্বরের একদম শুরুর দিকে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ৩। কার্তিক আরিয়ান অভিনীত এই হরর কমেডি ছবিটি বক্স অফিসে তার দৌড় এখনও জারি রেখেছে। আর তাই চতুর্থ সপ্তাহের শেষে এই ছবিটি ২৫০ কোটির গণ্ডি টপকে গেল। বলা ভালো, ২৫১ কোটির বেশি আয় করে ফেলল।
অন্য আরেকটি রিপোর্টে জানানো হয়েছে ২৮ নভেম্বর বক্স অফিসে ভুল ভুলাইয়া ৩ ছবিটি ৯০ লাখ টাকা আয় করেছে। আর সেটার হাত ধরেই এদিন কার্তিক আরিয়ানের ছবিটি বক্স অফিসে ২৫১ কোটি টাকা আয় করে ফেলল। প্রসঙ্গত মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিটি ১৫৮ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৫৮ কোটি। তৃতীয় সপ্তাহে আরও কমে হয় ২৩ কোটি ৩৫ লাখ টাকা। এবং চতুর্থ সপ্তাহের শেষে সেই আয়ের পরিমাণ আরও কমে দাঁড়িয়েছে মাত্র ১১ কোটি ৪০ লাখ টাকায়।
অন্যদিকে কার্তিক নিজেই জানিয়েছেন বিশ্বজুড়ে ছবিটি ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে। তাও সেই খবর তিনি চলতি সপ্তাহের একেবারে শুরুর দিকে দিয়েছিলেন। ফলে সপ্তাহের শেষে এসে সেই পরিমাণ যে আরও অনেকটাই বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।