নিউজ ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে শুক্রবার কর্ণাটকের কালাবুরাগিতে বিক্ষোভ প্রদর্শন করল হিন্দু জাগৃতি সেনা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার তীব্র নিন্দা করেছেন তাঁরা।
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে হিন্দু জাগৃতি সেনা এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কালাবুরাগী ইসকন শাখার প্রচারক ঋদ্ধানন্দ দাস বলেছেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশে হিন্দু-বিরোধী সরকারের নিন্দা করা, আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে একত্রিত হওয়া এবং হিন্দুদের সমর্থন করা।