নিউজ ডেস্ক: দিল্লি সফরে এসে কেরলের ওয়ানাডের দলীয় সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরবর্তী দিন প্রিয়াঙ্কাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সিদ্দারামাইয়া। সঙ্গে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাহুল গান্ধীর সঙ্গেও এদিন সাক্ষাৎ করেছেন সিদ্দারামাইয়া। তাঁদের মধ্যে এই বৈঠক মূলত সৌজন্য বিনিময় বলেই জানা গিয়েছে কংগ্রেস সূত্রে।