নিউজ ডেস্ক: মোবাইল টাওয়ারের মূল্যবান সরঞ্জাম চুরি করতে গিয়ে এক চোরকে হাতেনাতে ধরেছে গ্রামবাসী। শুক্রবার শিলিগুড়ির ফুলবাড়ীর আমাইদিঘী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম ঋষিকেশ বিশ্বাস। পরে গ্রামবাসীরা অভিযুক্তকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় লোকজন জানান, আমাইদিঘি এলাকায় বিএসএনএলের একটি মোবাইল টাওয়ার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে ট্যাক্স টাওয়ারের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে আসছিল। শুক্রবার সকালে গ্রামবাসীরা টাওয়ারের কাছে এক যুবককে দেখতে পান টাওয়ারের কিছু অংশ খুলতে। গ্রামবাসীরা যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে ঘাবড়ে যায়। গ্রামবাসী যুবককে ধরে এনজেপি থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের যন্ত্রাংশ চুরির অভিযোগে যুবককে আটক করে। এনজেপি থানার পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।