নিউজ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে কালচিনির সুভাষিনী চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ। কাজে না গিয়ে শুক্রবার সকাল ন’টা থেকে বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ অব্যাহত। শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার তাঁদের ১৫ দিনের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের। কিন্তু প্রতিশ্রুতি মতো বকেয়া সেই বেতন মেলেনি। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।