নিউজ ডেস্ক: প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ইসকনের একটি চার চাকা গাড়ি। জানা গিয়েছে, এদিন সকালে ইসকনের তিন সন্ন্যাসী প্রচারের উদ্দেশ্যে মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর ১:৩০টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ইসকনের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা তিন সন্ন্যাসীই।