নিউজ ডেস্ক: শীত পড়ল কি পড়ল না, খুশকির সমস্যা শুরু। নারী-পুরুষ নির্বিশেষে খুশকির সমস্যায় ভোগেন কম-বেশি সকলেই। খুশকির সমস্যা বেড়ে গেলে তা থেকেই মাথায় মুখে ব্রণ, বা ফুসকরিও হতে পারে। মূলত মাথার ত্বক শুকিয়ে গিয়ে তা খসে পড়তে শুরু করে। আবহাওয়ার কারণে বা জিনগত কারণে নানা কারণেই খুশকি হতে পারে। আবার খুশকি হলেও বেড়ে যায় চুল পড়ার সমস্যায়। শুষ্ক ত্বকের কারণে আলগা হয়ে যায় চুলের গোড়া। নিয়মিত মাথা পরিষ্কার না করা, অতিরিক্ত গরম জলে মাথা ধোওয়ার কারণেও খুশকির সমস্যা হতে পারে। খুশকি দূর করতে বাজারে নানা রকম প্রসাধনী দ্রব্য, শ্যাম্পু পাওয়া যায়। তবে এই সবের ফল ক্ষণস্থায়ী। তাই খুশকি থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন আয়ুর্বেদে।
প্রাচীন কাল থেকেই ত্বক আর চুলের যত্ন নিতে আয়ুর্বেদের জুড়ি মেলা ভার। প্রথমে একটি বাটিতে এক চামচ দই, ৫-৬টি কারিপাতা এবং সামান্য একটু আদা নিয়ে এক সঙ্গে ভাল করে বেটে নিন। এবার ওই মিশ্রণ মাথায় মেখে নিন ভাল করে। অন্তত পক্ষে আধ ঘণ্টা রেখে দিন। কারিপাতা না পেলে বাজার থেকে কারিপাতার গুঁড়ো কিনে আনতে পারেন। তবে টাটকা পাতা বেটে নিলেই ভাল। আধঘন্টা পরে ভাল করে ধুয়ে মাথায় শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি মেনে চলুন। দেখবেন ৩ সপ্তাহের মধ্যেই তফাত চোখে পড়বে। দইয়ে থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ, যা চুলকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কারিপাতা ত্বকে ছত্রাকজনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আদা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যৌগে পরিপূর্ণ। এই তিনের মিশ্রণ কিন্তু আপনার খুশকির সমস্যা দূর করবে।