নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে, মহাবলীপুরমে দমকা হাওয়ার সঙ্গে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৃষ্টিতে চেন্নাই শহরের পুরনো মহাবলীপুরম সড়কে জল জমে গিয়েছে। শুনশান চেন্নাইয়ে মেরিনা সৈকত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চেঙ্গলপাট্টুতে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হয়েছে শনিবার সকাল থেকেই। কাঞ্চিপুরম শহরের কিছু অংশেও তুমুল বৃষ্টি হয়েছে। এদিকে, চেন্নাইয়ের ভেলাচেরির নীচু এলাকায় বন্যার ভয়ে মানুষজন ভেলাচেরি ফ্লাইওভারে নিজেদের গাড়ি পার্ক করে রেখেছেন। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ফেঙ্গল উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়।ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরিতেও উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দুর্যোগ ঠেকাতে সতর্ক রয়েছে প্রশাসন। পুদুচেরির এসএসপি কালাইভানান বলেছেন, “গত চার দিন ধরে আমরা সমুদ্র সৈকতে পুলিশ কর্মী মোতায়েন করছি। পাশাপাশি মৎস্যজীবীদের এবং নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীরা সমুদ্রে নামছেন না। গত রাত থেকে, আমরা পুদুচেরির সমস্ত সৈকতে প্রায় ৩০০ জন কর্মী মোতায়েন করেছি, এনডিআরএফ-এর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।”