নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের সম্ভলে এখনও চাপা উত্তেজনা রয়েছে, আর তাই শনিবারও সম্ভলের শাহি জামা মসজিদের বাইরে মোতায়েন থাকল পুলিশ বাহিনী। গত ২৪ নভেম্বর শাহি জামা মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, তারপর থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে, শনিবারই সম্ভলে আসার কথা সমাজবাদী পার্টির (সপা) একটি প্রতিনিধি দলের। উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা মাতা প্রসাদ পান্ডের নেতৃত্বে সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল সম্ভলে আসার কথা ছিল, কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
মাতা প্রসাদ পান্ডে বলেছেন, “সম্ভলের ডিএম আমাকে ফোন করে সেখানে যেতে বারণ করেছেন। আমরা কাউকে উসকানি দিই না, তাঁদের আমাকে নোটিশ দেওয়া উচিত ছিল। কিন্তু কোনও নোটিশ ছাড়াই তাঁরা আমার বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করেছে।” মাতা প্রসাদ আরও বলেছেন, “সেখানে জাস্টিস কমিশন যাচ্ছে, মিডিয়ার লোকজন যাচ্ছে, সেখানে গেলে কি কোনও অশান্তি হবে? এই সরকার নিজস্ব সব কাজ আড়াল করার জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের বাধা দিচ্ছে।”