নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হয়ে গেছে। শনিবার দুবাইতে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোলের মধ্যে যুবদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি। ভারত-পাকিস্তান ম্যাচে আকর্ষণ হতে চলেছেন ১৩ বছরের কোটিপতি বৈভব সূর্যবংশী।
ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বৈভব। গত মরসুমে রঞ্জি ট্রফিতে ডেবিউ করে এসেছিলেন শিরোনামে। মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফি খেলে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, যুব দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছেন। এই সেদিন আইপিএলের মেগা অকশনে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস ১.১০ কোটিতে নিয়েছে বৈভব সূর্যবংশীকে। তাই তেরো বছরেই বৈভবকে নিয়ে এশিয়া কাপে আগ্রহটা বেশি।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড-
আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (ক্যাপ্টেন), কিরন ছোরমালে (ভাইস ক্যাপ্টেন), প্রণব পন্থ, হরবংশ সিং, অনুরাগ কাউড়ে, হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সামর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।