নিউজ ডেস্ক: তামিলনাড়ুর উপকূলে শনিবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। উপকূলের দিকে যত এগিয়ে আসছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে।
চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, শনিবার সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, তারা সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করছে। চেন্নাই থেকে তাদের সংস্থার কোনও বিমান ওঠানামা করবে না। আপাতত এই নিষেধাজ্ঞা থাকছে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।