নিউজ ডেস্ক: পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা। পাচারের আগে ১৫১ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেফতার করলো এসটিএফ। শনিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার হয়।ঘটনায় দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতরা হল মৌসম সরকার, হাবলু হুসেন, রফিকুল মিয়াঁ ও উত্তম চন্দ্র নারায়ণ।প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলায়।
জানা গিয়েছে, গোপন সূত্রে শিলিগুড়ি এসটিএফ এর কাছে খবর আসে যে কোচবিহার থেকে একটি পিকআপ ভ্যানে করে গাঁজা পাঁচারের উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে।সেই সূত্রের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজার কাছে পিকআপ ভ্যানকে দাঁড় করায় এসটিএফ। পাশাপাশি ওই পিকআপ ভ্যানকে অনুসরণ করে আসতে থাকা আরও একটি চার চাকার যাত্রীবাহী গাড়িকেও দাঁড় করানো হয়।পিকআপ ভ্যানে তল্লাশি চালাতেই গোপন চেম্বারে মোট ২২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়।উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ১৫১ কেজি। গাঁজা পাচারের অভিযোগে দুটি গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ।