নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর, শীতে রীতিমতো জমে যাচ্ছে লাদাখ। কাশ্মীরের অধিকাংশ স্থানেই শনিবার তাপমাত্রার পারদ থাকল হিমাঙ্কের নীচেই। আবার তুষারপাতের কারণে বান্দিপোরা-গুরেজ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যেই বরফের চাদরে ঢাকা পড়েছে কাশ্মীরের উঁচু পাহারা।
শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে সোনমার্গ সর্বত্রই এখন কনকনে ঠান্ডা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজদান চূড়ায় নতুন করে তুষারপাতের কারণে বান্দিপোরা-গুরেজ সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে চালক ও যাত্রীদের এই সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।