নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে চেনাব (চন্দ্রভাগা) নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। এছাড়াও দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে ডোডা জেলার শিব সেতুর কাছে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পর, চেনাব নদীতে পড়ে যায়।
এই দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং আরও দু’জন নিখোঁজ রয়েছেন। চারিয়া গ্রাম থেকে জম্মু যাওয়ার পথে একটি অল্টো গাড়ি হাইওয়ে থেকে উল্টে ডোডার কান্ধোতে-শিব সেতুর কাছে চেনাব নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়, এক মহিলার দেহ উদ্ধার হলেও দু’জনকে খুঁজে যাওয়া যায়নি।