নিউজ ডেস্ক: শিলিগুড়ির খড়িবাড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতের নাম সমীর বিরজা (২১)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সমীর। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়। বাড়ি না ফেরায় রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর শনিবার গ্রামের আইসিডিএস সেন্টারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় সমীরের দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।