নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের দুর্যোগ কেটেছে, তবে বৃষ্টি এখনই থামছে না দক্ষিণ ভারতে। আগামী ২৪ ঘণ্টায় কেরল ও মাহে-তে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে এই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এরপর ৩ ডিসেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, দক্ষিণ অভ্যন্তরীণ ও উপকূলীয় কর্ণাটক ও লাক্ষাদ্বীপে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী দিন ৪ ডিসেম্বর কেরল ও মাহে-তে এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।