নিউজ ডেস্ক: জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে তাঁরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। চট্টগ্রামের এক নাগরিক ১২ নভেম্বর মা-বাবাকে চিকিৎসা করাতে এসেছিলেন ব্যাঙ্গালোরে। দেশে ফেরার আগে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। চট্টগ্রামের আরেক নাগরিক আজই আগরতলা স্থল বন্দর হয়ে ভারতে এসেছেন। যাবেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। ওদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন বাংলাদেশি নাগরিক। আতঙ্ক এতটাই যে, কেউ নিজের পরিচয় দিতে চাইছেন না।
অন্যদিকে, ৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে।