নিউজ ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে রজতাভ দত্তের নতুন ছবি ‘কাল্পনিক’। নতুন পরিচালক অর্ক মুখোপাধ্যায় নিজেই চিত্রনাট্য লিখেছেন ছবির। পরিচালনাও করছেন তিনি নিজেই। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। ছবিটির প্রযোজনা করছেন, অর্ক মুখোপাধ্যায়, অমৃতা চক্রবর্তী ও ফেবলস ক্রেডল।
তবে সাধারণ দর্শকদের জন্য এখনও মুক্তি পায়নি এই ছবি। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, শতক্ষ নন্দী, সাহিদুর রহমান, সায়ন ঘোষ ও অন্যান্যরা। গোটা সিনেমাটার সময়সীমা হল ৯২ মিনিট।
এই ছবি একটি বাস্তব গল্প ও সংস্কৃতির জীবনের সংঘাতের গল্প। চক্রপাণিপুর নামে রয়েছে একটি ঐতিহাসিক শহর রয়েছে আর সেখানেই রয়েছে আসারু নামে অজানা গ্রাম। বিতর্কিত এক রিপোর্টিংয়ের জন্য এক ঘরে হয়ে যাওয়া সাংবাদিক মৈথিলী এক প্রাচীন মন্দিরের সন্ধানে আসারুতে পৌঁছন। সাধারণভাবে শুরু হওয়া এই গল্প নাটকীয় মোড় নেয়, যখন মৈথিলী জানতে পারে তাঁর আসার আগে সেই গ্রামে রহস্যজনকভাবে মারা গিয়েছেন আসারু গ্রামের অবসরপ্রাপ্ত এর প্রফেসর দেবারি রক্ষিত। নানা প্রশ্নে উঠে আসে, কে এই প্রফেসর রক্ষিত? মন্দিরে সঙ্গে তাঁর কী সম্পর্ক? কেনই বা তাঁকে মরতে হল? সেই উত্তর মিলবে ছবির পর্দায়।