নিউজ ডেস্ক: শীতের মরশুমে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে এবার উপসর্গ শুধু জ্বর নয়। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট-সহ একাধিক নয়া সমস্যা। যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্তদের ফুসফুস। ফলে চিন্তা বাড়ছে চিকিৎসকদের। এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল, কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমি। এ মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা মারাত্মক আকার নিচ্ছে।
নতুন উপসর্গটি ঠিক কেমন?
ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। শরীরে কমছে অক্সিজেনের মাত্রা। এই উপসর্গটি অনেককেই মনে করিয়ে দিচ্ছে করোনাপর্বের কথা।শুধু তাই নয় ডেঙ্গির নতুন টার্গেট হার্ট । ডেঙ্গি আক্রান্ত রোগীক রক্তচাপ কমছে। মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের মতো উপসর্গ।এর সঙ্গে ডেঙ্গির সাধারণ উপসর্গ যেমন তলপেটে ব্য়থা, বমি, ডায়েরিয়া, দুর্বলতা তো হচ্ছেই ।ডেঙ্গির এই নতুন উপসর্গের পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্য়ামেটরি সিনড্রোম। চিকিৎসকরা বলছেন এই ধরনের উপসর্গ কোভিডের সময় হামেশাই দেখা যেত রোগীদের মধ্য়ে। তবে আশার কথা একটাই, প্রত্যেকেরই যে এমনটা উপসর্গ হচ্ছে , তা নয়। ডেঙ্গির শক সিনড্রোন যেমন সকলের হয় না, তেমনই এই উপসর্গ যে প্রত্যেকেরই হবে , এমনটা নয়।