নিউজ ডেস্ক: রবিবারসীয় সন্ধেয় বহুপ্রতীক্ষিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত (Filmfare OTT Awards 2024 full list) করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, মণীষা কৈরালা, অনন্যা পাণ্ডে, সঞ্জয় লীলা বনশালি-সহ আরও অনেকে। তিনটে ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হল। ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত হীরামণ্ডির। ঠিক তার পরেই রয়েছে গানস অ্যান্ড গুলাবস। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন করিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ।
ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীর তালিকা:
সেরা সিরিজ: দ্য রেলওয়ে মেন।
সেরা পরিচালক: সমীর সাক্সেনা এবং অমিত গোলানি (কালা পানি)
সেরা অভিনেতা, সিরিজ, কমেডি: রাজকুমার রাও (গান্স অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা সিরিজ, ড্রামা: গগন দেব রিয়ার (স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি)
সেরা অভিনেত্রী, সিরিজ, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লাক)
সেরা অভিনেত্রী, সিরিজ, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)
সেরা সহঅভিনেতা, সিরিজ, কমেডি: ফয়সল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
সেরা সহঅভিনেতা, সিরিজ, ড্রামা: আর মাধবন ( দ্য রেলওয়ে মেন)
সেরা সহঅভিনেত্রী, সিরিজ, কমেডি: নিধি বিস্ত (মামলা লিগ্যাল হ্যায়)
সেরা সহঅভিনেত্রী, সিরিজ, ড্রামা: মোনা সিং (মেড ইন হেভেন ২)
সেরা গল্প, সিরিজ: বিশ্বপতি সরকার (কালা পানি)
সেরা কমেডি, সিরিজ: মামলা লিগ্যাল হ্যায়।
সেরা নন ফিকশন সিরিজ: দ্য হান্ট ফর ভিরাপ্পন
সেরা ডায়লগ, সিরিজ: সুমিত আরোরা (গান্স অ্যান্ড গুলাবস)
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা পরিচালক, ছবি: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা, ছবি: দিলজিৎ দোসাঁঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী, ছবি: করিনা কাপুর খান (জানে জান)
সেরা সহঅভিনেতা, ছবি: জয়দীপ আহলাওয়াট (মহারাজ)
সেরা সহঅভিনেত্রী, ছবি: ওয়ামিকা গাব্বি ( খুফিয়া)
সেরা ডায়লগ, ছবি: ইমতিয়াজ আলি এবং সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা ডেবিউ অভিনেতা: বেদাং রায়না
সেরা মিউজিক অ্যালবাম, ছবি: এ আর রহমান (অমর সিং চমকিলা)
সেরা সিরিজ ক্রিটিক: গান্স অ্যান্ড গুলাবস
আরও পড়ুন: স্প্যানিশে কথা বলে স্থানীয় টিভি চ্যানেলে লীলাবালি গাইলেন যুবক! ‘এরাই তো বাংলার দূত’, প্রশংসা নেটপাড়ার
সেরা পরিচালক ক্রিটিক: মুম্বই ডায়েরিজ ২
সেরা অভিনেতা, সিরিজ ক্রিটিক: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা অভিনেত্রী, সিরিজ ক্রিটিক: হুমা কুরেশি (মহারানী ৩)
সেরা ছবি ক্রিটিক: জানে জান
সেরা অভিনেতা, ছবি, ক্রিটিক: জয়দীপ আহলাওয়াট
সেরা অভিনেত্রী, ছবি, ক্রিটিক: অনন্যা পান্ডে