নিউজ ডেস্ক: সপ্তাহের প্রথম দিন হাওয়া অফিস সূত্রে যে গুরুত্বপূর্ণ খবরটি মিলেছে, তা উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে ভালোই। সকালের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়লে তা সরে যাবে। ফলে কাঞ্চনজঙ্ঘা দর্শনে বাধা নেই কোনও। আর তাতেই উল্লসিত ভ্রমণপ্রেমীরা।
অন্যদিকে, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তবে কখনও আংশিক মেঘলা থাকতে পারে। এখনও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা। তবে ধীরে ধীরে তা কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ কিছুটা পারা পতনের ইঙ্গিত।
অর্থাৎ সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। দু থেকে চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গে ফিরবে শীতের স্পেল। আগামী তিনদিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে।