নিউজ ডেস্ক: গ্রামের মেঠো পথে কখনও দেখা গিয়েছে, কখনও আবার বাড়ির চাতালে। এমনকি গ্রামের মন্দিরের চাতালেও মিলছিল রক্তের ফোঁটা ফোঁটা দাগ। মাটিতে পায়ের ছাপও দগদগে। গ্রাম জুড়ে আতঙ্ক। সকলের মুখেই কানাঘুষো। কেউ বলছে বাঘ বেরিয়েছে, কেউবা বলছে সিংহী। আতঙ্কিত আরামবাগের তিরোল এলাকা। অজানা জন্তুর সিসিটিভি ফুটেজ মিলেছে। যদিও আরামবাগ বন দফতরের আধিকারিক আসরাফুল ইসলাম ও অন্যান্য বনকর্মীরা এলাকায় মাইকিংয়ে প্রচার করেছেন। সতর্ক করেছেন। কেউ যদি কিছু দেখে থাকেন তাহলে তৎক্ষনাৎই বন দফতরে জানাতে। দু’দিন ধরে এলাকায় মাইক প্রচার করা হয়েছে। এমনকি অজানা এই হিংস্র জন্তুটিকে ফাঁদে ফেলতে খাঁচাও পাতা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোন জন্তু ধরা পড়েনি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের যেখানে সেখানে, মন্দির, রাস্তায় রক্তের দাগ। কিন্তু কেউই বলতে পারছেন না, কী এমন জন্তু গ্রামে এসে ঘোরাঘুরি করছে। রক্তের দাগ দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত তাকে চোখের দেখা মেলেনি। তবে মিলেছে সিসিটিভি ফুটেজ। তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না।