নিউজ ডেস্ক: ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক পর্যটন গন্তব্যের তকমা পেল পশ্চিমবঙ্গ৷ সোমবার রাজ্য বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানান, পুরীর আদলে দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার, তার কাজও শেষ হয়ে গিয়েছে৷ খুব শীঘ্রই এই মন্দির উদ্বোধন হবে বলে জানান তিনি ৷
মমতা এ-ও জানান, জগন্নাথ মন্দিরে মার্বেলের জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি যেমন থাকবে, তেমনই পুরীর মন্দিরের আদলে নিমকাঠের ছোট্ট প্রতিমাও রাখা হবে পুজোর জন্য৷