নিউজ ডেস্ক: মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। ২০তম এই এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ৩ থেকে ১০ ডিসেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রাক্তন চ্যাম্পিয়ন জাপান, হংকং এবং ইরানের গ্রুপে ভারতকে রাখা হয়েছে। অন্য গ্রুপে থাকবে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং ১৬ বারের এশিয়ান চ্যাম্পিয়ন কোরিয়া, দুইবারের চ্যাম্পিয়ন কাজাখস্তান, চীন ও সিঙ্গাপুর। দুটি দল, অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে।
লিগ পর্বের দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারটি দল আগামী বছরের ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর নেদারল্যান্ডস ও জার্মানিতে অনুষ্ঠিতব্য ২৭তম বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করবে। লিগ পর্বে প্রতিদিন চারটি ম্যাচ হবে। ৩, ৪ এবং ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ভারত সমস্ত ম্যাচ খেলবে। সেমিফাইনাল এবং ফাইনালের আগে একটি বিশ্রামের দিন থাকবে। ভারত গত আসরে ষষ্ঠ স্থানে ছিল। আর ২০২২ সালে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেছিল।