নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় অসম থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মধ্যমগ্রামের দোলতলায় এই অভিযান চালায় এসটিএফ। ধৃত ২৬ বছর বয়সী সমরজিৎ পন্ডিত (নগাঁও, অসম) এবং ২৩ বছর বয়সী নিত্যানন্দ মজুমদার (নগাঁও, অসম)৷
তল্লাশির সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এই ব্যাপারে মধ্যমগ্রাম থানায় এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা একটি আন্তঃরাজ্য মাদক পাচারকারী চক্রের সদস্য। উত্তরবঙ্গ থেকে গণপরিবহনে করে গাঁজা নিয়ে আসছিল পাচারকারীরা। এসটিএফ–এর এসপি ইন্দ্রজিৎ বসু সোমবার সকালে জানিয়েছেন, বিশেষ তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ আশা করছে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর এই চক্রের অন্য সদস্য ও তাদের নেটওয়ার্কের সন্ধান পাওয়া যাবে।