নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের চাঁদপুর তহসিলের হস্তিনাপুরে রবিবার রাত ৯টা নাগাদ একটি বাইককে বাঁচাতে গিয়ে মৃত্যু হল আরেক বাইকারোহীর। মূলত একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর আরেকটি বাইক ধাক্কা দেয়।
এতে বাইকের দুই আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপরজন গুরুতর আহত হন। নিহতের নাম পুরুষোত্তম। চাঁদপুর থানার জামালউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।