নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে আবারও সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। অভিযান এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে। হারওয়ানে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এই অভিযানের প্রেক্ষিতে শ্রীনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনকাউন্টারস্থলের দিকে যাওয়ার সমস্ত রাস্তা পুলিশ সিল করে দিয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, শ্রীনগরের দাচিগাম জঙ্গলে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর মঙ্গলবার ভোররাত থেকে ওই জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছে।