নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে আবারও তুষারপাতের সাক্ষী হল জম্মু ও কাশ্মীর। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে, আর বৃষ্টি হয়েছে সমতলে। নতুন করে তুষারপাতের পর সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে জম্মু ও কাশ্মীরের পাহাড়। মঙ্গলবার সকালে দেখা যায়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টর সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে। শীতে জবুথবু শ্রীনগর ও গুলমার্গ – জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৪-৭ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরে আবারও ফিরবে শুষ্ক থাকবে। এরপর ৮ ডিসেম্বর ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৮ ডিসেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। এরপর ফের ৯-১২ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের আবহাওয়া ফের শুষ্ক থাকবে।