নিউজ ডেস্ক: আসানসোলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অটো চালকের। জখম হয়েছেন ওই অটোয় থাকা এক যাত্রী। মঙ্গলবার সকালে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড় সংলগ্ন জিটি রোডে ঘটেছে দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে একটি অটো কুমারপুর থেকে এক যাত্রীকে নিয়ে আসানসোল স্টেশনে যাচ্ছিল। তখনই ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় জিটি রোডের উপর একটি ট্রাক ওই অটোকে সজোরে ধাক্কা মারে।
এই দুর্ঘটনার ফলে অটোর সামনের অংশটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম অবস্থায় অটো চালক ও এক যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করা মাত্রই অটো চালককে মৃত বলে ঘোষণা করেন। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যাত্রী।