নিউজ ডেস্ক: মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে ডাক্তারি পড়ুয়াদের ভর্তির দুর্নীতির তদন্তে ইডি-র হানা দুর্গাপুরেও। মঙ্গলবার ভোর থেকেই সল্টলেক-সহ কলকাতার একাধিক জায়গা ও জেলাতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালেও তল্লাশি চালাচ্ছে ইডি। দুর্গাপুরের মলানদীঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। একই সঙ্গে ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও এক যোগে চলছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছেন ইডি-র আধিকারিক-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।