নিউজ ডেস্ক: আদানি ঘুষ-কাণ্ডে সংসদ উত্তালই। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ ভবন চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন ইন্ডি জোটের নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এএপি সাংসদ সঞ্জয় সিং, আরজেডি-র মিসা ভারতী-সহ ইন্ডি জোটের অনেক নেতা বিক্ষোভে শামিল হন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি জানান তাঁরা।
এদিকে, সংসদে অচলাবস্থা নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, দেশের স্বার্থে সংসদের কাজ সুষ্ঠুভাবে চলুক, এটা গুরুত্বপূর্ণ।সংসদের কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না, এজন্য দেশ ও বিরোধী সাংসদদের বেশি ক্ষতি হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় আলোচনা ছাড়াই আমরা বিল পাস করতে পারি, কিন্তু এমনটা করা আমরা ঠিক মনে করি না।”