নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুর বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও, বৃষ্টি এখনও থামেনি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে তামিলনাড়ু সরকারকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
তামিলনাড়ুতে এখনও বৃষ্টি থামেনি, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর ৪টি জেলায় (নীলগিরি, ভিল্লুপুরম ও কুড্ডালোর) মঙ্গলবারও স্কুল ও কলেজে ছুটি রয়েছে।