নিউজ ডেস্ক: আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার এরকমই এক বঞ্চিত হাজির হয়েছিলেন বিরোধী দলনেতার কাছে। তাঁকে আইনজীবী দিয়ে লড়াইয়ের সহযোগিতা করার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সূত্রে ফের রাজ্যের একাংশ বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার বড় অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা। এদিন হাওড়ার আমডাঙার এক বঞ্চিত দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। তাঁর অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের তালিকায় তাঁর নাম নেই।
তাঁকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “আমি আপনার জন্য লড়ব, প্রয়োজনে আপনাকে আমি আইনজীবী দিয়ে সাহায্য করব।” বঞ্চিত ব্যক্তি শুভেন্দুর কাছে জানতে চান, তিনি আর একবার বিডিও-র সঙ্গে দেখা করবেন কিনা। জবাবে শুভেন্দুবাবু তাঁকে বলেন, “বিডিও দেখা করবেন না। তৃণমূল এদের সবাইকে ক্যাডার বানিয়ে দিয়েছে।” নিজের দাবির সপক্ষে শুভেন্দুবাবুর অভিযোগ, “২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যে যতজন বিডিওকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হয় ওবিসি কোটায় নয় তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। ফলে তৃণমূলের বেনিয়ম নিয়ে এদেরকে বলে কোনও কাজ হবে না।”
প্রসঙ্গত, আবাসের দুর্নীতি নিয়ে বিধানসভাতেও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, “গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি।”