নিউজ ডেস্ক: রেল স্টেশন এবং প্ল্যাটফর্ম চত্বর থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে সভা। মঙ্গলবার সকালে নদীয়ার রানাঘাট স্টেশন চত্বরে বিভিন্ন হকার সংগঠনের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভাতে একদিকে যেমন যোগ দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, তেমনিই ছিল সিপিএমের সিটু, কংগ্রেসের আইএনটিইউসি। এমনকী এসইউসিআইয়ের হকার সংগঠনও। এই প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয়, উন্নয়নের নাম করে মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়ার মত্ত খেলায় নেমেছে কেন্দ্রীয় সরকার এবং তাদের রেলমন্ত্রক। এমনটাই অভিযোগ হকার সংগঠনগুলির। হকার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে প্রতিরোধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।