নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ইন্দিরা মোড় সংলগ্ন জাতীয় সড়কে শৌচকর্মের জন্য রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রেখেছিলেন ট্রাক চালক। সবজি বোঝাই একটি পিক আপ গাড়ি হঠাৎই ট্রাকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। এর জেরে ওই গাড়ির চালক ও আরও দু’জনের মৃত্যু হয়েছে।