জাতীয় পুরষ্কার এসেছিল আগেই। এবার পালা অস্কারের। বিশ্বমঞ্চে সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি। ২০২৫ সালের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তার জন্যই চলছে বাছাই পর্ব। সেখানেই জায়গা পেয়েছে ইমনের এই গান।