নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার হল এক যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বৈদ্যনাথ মণ্ডল (৩৩)। বুধবার সকালে চৈতন্যপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পুকুর থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি, গত ছ’দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন। পুলিশ জানিয়েছে, বিগত কয়েকদিন ধরে ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর বুধবার সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। মামলা রুজু করে এই মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।