নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের করনবাস থানা এলাকার গুজরিবে নির্মীয়মান কুয়োতে পড়ে মৃত্যু হল ৩৫ বছর বয়সী এক যুবকের। জানা গেছে, মৃতের নাম রমেশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গুজরিবে গ্রামের ওই যুবক নির্মীয়মান কুয়োর পাশে শুতে যান। ঘুম এসে যাওয়ায় ঘুমের ঘোরেই কুয়োতে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্তর পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।