নিউজ ডেস্ক: পঞ্জাবের অমৃতসরের মাজিথা থানার ভিতরে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল, তবে কোনও বিস্ফোরণ নয়। টায়ার ফেটে বিকট শব্দ হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। অমৃতসরের এসএসপি (গ্রামীণ) চরণজিৎ সিং বলেছেন, বুধবার রাতে টায়ার ফেটে থানায় বিকট শব্দ হয়।
বুধবার রাত ৯.৩০ মিনিট নাগাদ থানার ভিতরে ‘বিস্ফোরণ’ হয়। এরপর থানার গেট বন্ধ করে দেন পুলিশ কর্মীরা। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টায়ার ফেটে এই বিস্ফোরণ হয়।