নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ উঠে আসে। শাসকদলের বিধায়কদের উদ্দেশে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা যাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে, ওটা একটা বড় ভুল হয়েছে।”
এই সময় শাসক বেঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে বলা হয়, “আপনিও তখন ছিলেন!” পাল্টা হিসেবে শাসকদলের সংশ্লিষ্ট বিধায়কের উদ্দেশে শুভেন্দুবাবুও ছুড়ে দেন টিপ্পনি, “আপনি তখন কোথায় ছিলেন? নির্দল!”
এদিন বিধানসভার আলোচনায় রাজ্যের বিরুদ্ধে জমি না দেওয়ার বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “ভারত সরকার হাসিমারাতে বিমান পরিষেবার জন্য ৩৭.৭৪ একর জমি চেয়েছে। আপনারা দেননি। দমদম বিমানবন্দরে একটি রানওয়ে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু ওখানে বাউন্ডারি ওয়াল করা যাচ্ছে না শুধু একটা মাজার থাকার জন্য। রাজ্য সরকার কেন সহযোগিতা করছে না? মালদাতে ৯ আসন বিশিষ্ট ফ্লাইট চালু করা যায়, কিন্তু ওখানেও আপনারা সহযোগিতা করছেন না।”