নিউজ ডেস্ক: স্ত্রী খুনের দায়ে স্বামী বিষ্ণু বসুমতারিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন কোকরাঝাড় জেলা ও দায়রা জজ নির্মালি তালুকদার। এ খবর দিয়ে পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন রায় জানান, গত ২০২২ সালের ৩১ জুলাই শেরফাংগুড়ির বাসিন্দা বিষ্ণু বসুমতারি তার স্ত্রীকে খুন করেছিল। ঝগড়ার জেরে বিষ্ণু তার স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের অভিপ্রায়ে তার লাশ বাড়ির পাশে কার্বোনা নদীতে ফেলে দিয়েছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে শেরফাংগুড়ি থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ ধারায় মামলা রুজু হয়। ইতিমধ্যে কোকরাঝাড় জেলা দায়রা আদালতে মামলাটি বিচারের জন্য ওঠে। বিচার প্রক্রিয়ায় আইপিসির ধারা ৩০২-এর অধীনে বসুমাতারিকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারপতি নির্মালি তালুকদার।
জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছে আদালত। অধিকন্তু, আদালত বসুমাতারিকে তার স্ত্রীর দেহ গায়েব করে প্ৰমাণ লোপাট করার চেষ্টার অভিযোগে আইপিসির ২০১ ধারা বলে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাথে পাঁচ (৫) হাজার টাকা জরিমানা করেছে। এই জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে, জানান পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন রায়।