নিউজ ডেস্ক: ইতিমধ্যেই দুই মাসেরও বেশি সময় ধরে শুষ্ক আবহাওয়ার মধ্যেই দিন কেটেছে হিমাচল প্রদেশের বাসিন্দাদের। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এবারের শীতে স্বাভাবিকের চেয়ে উষ্ণই থাকবে হিমাচল প্রদেশ। শীতের মাস বলতে বোঝায়, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই ৩ মাসই স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার ধরণ ও শৈত্যপ্রবাহের দিন অনুসারে এই বছর হিমাচল প্রদেশে স্বাভাবিক শীতের চেয়ে বেশি সময় উষ্ণই থাকবে। গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার সম্ভাবনাই বেশি এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার মাঝারি সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাস এসে গিয়েছে, এখনও শীতের দেখা নেই হিমাচলে। কনকনে ঠান্ডা নেই শিমলায়। ফলে বোঝাই যাচ্ছে, আবহাওয়া দফতরের এই পূর্বাভাসই সত্যি হতে চলেছে।