নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ-পতনের সঙ্গে সঙ্গেই দূষণও কমছে। স্বস্তিদায়ক হয়ে উঠছে আবহাওয়া। শনিবার সকালে কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। আর দূষণ কমায় স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন রাজধানীর বাসিন্দারা। দিল্লির লোধি রোডে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ১২৭। দিল্লির সফদরজং-এ এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং পালমে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
দূষণ অনেকটাই কমলেও, শনিবার সকালে রাজধানীর নানা অঞ্চলে ছিল হালকা কুয়াশা। দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতেই ধীরে ধীরে শীত বাড়ছে। শীতল হাওয়ায় ঠান্ডার পরশ উত্তর প্রদেশেও। তাজনগরী আগ্রায় এদিন সকালে শীতের পরশ বেশ ভালোই অনুভূত হয়েছে। ঠান্ডা বাড়ছে পঞ্জাব ও হরিয়ানাতেও। তবে, আপাতত খুব বেশি তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।