নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বিগ্ন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি কংগ্রেসের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে মায়াবতী বলেছেন, “প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুরা বিপুল সংখ্যক নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁদের অধিকাংশই দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষ…কংগ্রেস দল নীরব এবং এখন শুধুমাত্র মুসলিম ভোটের জন্য ‘সাবধান’ বলে চিৎকার করছে। এক্ষেত্রে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তাঁদের সমর্থকরা একই মুদ্রার দুই পিঠ।”
মায়াবতী আরও বলেছেন, “এমতাবস্থায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালন করা উচিত। যাতে দলিত শ্রেণির মানুষ যারা শোষণের শিকার হচ্ছেন, তাদের ভোগান্তি পোহাতে না হয়। নতুবা সেখানকার সরকারের সঙ্গে কথা বলে তাদের ভারতে ফিরিয়ে আনা হোক, কংগ্রেসের ভুলের কারণে তাঁদের ক্ষতি হচ্ছে।”