নিউজ ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দিরের কাজ দেখতে তিন দিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে ১২ ডিসেম্বর তিনি কলকাতায় ফিরবেন।
প্রসঙ্গত, নিউ দিঘা স্টেশন লাগোয়া ভগীব্রহ্মপুর মৌজার বিস্তীর্ণ উঁচু বালিয়াড়ির ওপর গড়ে উঠছে দিঘার এই জগন্নাথধাম। দেখতে হবে অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের সমান। উচ্চতাও প্রায় এক। মন্দিরকে কেন্দ্র করে ওই এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েক’শো কোটি টাকা বরাদ্দও হয়ে যায়। তারপরেই হিডকোর তদারকিতে শুরু হয়ে গিয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। এগিয়ে আসছে উদ্বোধনের সময়েও। এদিকে ছাব্বিশেই আবার বিধানসভা নির্বাচন। তাই এই সময় মমতার দিঘা সফর বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।