নিউজ ডেস্ক: রাম বিবাহ শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল বিহারের দারভাঙ্গা জেলার তারাউনী গ্রাম। দারভাঙ্গার এসডিএম বিকাশ কুমার বলেছেন, কোনও কিছু নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে বিষয়টি আরও খারাপ হয়ে ওঠে। সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্তের পর জানা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দারভাঙ্গার এসএসপি জগুনাথ রেড্ডি বলেছেন, “অনুমতি ছাড়াই, এসএইচওকে না জানিয়ে শ্রী রাম জানকির বিয়ের জন্য একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। শোভাযাত্রা ওয়াজিদপুর মসজিদের কাছে পৌঁছলে, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়, যার পরে পাথর ছোড়া শুরু হয়। এসএইচও এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও পর্যন্ত সিসিটিভির ভিত্তিতে কোনও গ্রেফতার হয়নি।”