নিউজ ডেস্ক: জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পক্ষ অপর পক্ষের ধাবায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে। শুক্রবার গভীর রাতে উত্তর প্রদেশের দেবা থানা এলাকায় জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের ধাবায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ধাবাটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় লাখ লাখ টাকার সামগ্রীর ক্ষতি হয়েছে।
দাবার মালিক রিশু মিশ্র জানান, দীর্ঘদিন ধরে এই বিবাদ চলে আসছিল এবং সন্ধ্যার দিকে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষ তার ধাবায় আগুন ধরিয়ে দেয় । খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। দেবা থানার ইনচার্জ অনিল কুমার পান্ডে শনিবার বলেন, বিবাদের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছে এবং উভয় পক্ষের মোট ১০ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।