নিউজ ডেস্ক: কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, কাশ্মীরের তুলনায় শীত একটু বেশি লেহ ও কার্গিলে। এছাড়াও শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম-সহ কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর লেহ ও দ্রাস শীতে রীতিমতো কাঁপছে। শনিবার জোজিলা পাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের গুলমার্গে মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
জম্মু ও কাশ্মীরে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৯ ডিসেম্বর সকালের মধ্যে উঁচু পাহাড়ে হালকা তুষারপাত ও সমতলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১০ থেকে ১৪ ডিসেম্বর এই সময়কালে আবারও শুষ্ক হয়ে উঠবে আবহাওয়া। এরপর ১৫-১৬ ডিসেম্বর আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।