নিউজ ডেস্ক: কাছাড় জেলার অন্তৰ্গত কাটিগড়া থানার অধীন অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী দিগরখালে ভয়াবহ এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ট্রাকের খালাসির। নিহত ট্রাক-খালাসিকে কাটিগড়া জালালপুরের রংপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার সকালে মেঘালয় থেকে পণ্য বোঝাই করে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বরাক উপত্যকা আসছিল এনএল ০১ এএইচ ১১৫৯ নম্বরের একটি ট্ৰাক। দ্রুতগামী ট্রাকটি কালাইনের গুমড়া দিগরখালে নিৰ্মীয়মাণ টোলগেটের আগে পৌঁছলে আচমকা গাড়ি থেকে নীচে পড়ে যায় জসিম। নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে দুর্ঘটনার পর ট্ৰাক ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালাইন থানার পুলিশ। পুলিশ জসিমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷